বিবিএস নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় নাভারণ এ্যাথেলেটিক ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাভারণ এ্যাথেলেটিক ক্লাব এন্ড লাইব্রেরী চত্ত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এবং দৈনিক সমাজের কথার শার্শা প্রতিনিধি আমিনুর রহমান, আবু তাহের সিদ্দিক প্রমুখ। ইলিয়াস আজমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শরিফুজ্জামান, জিয়াউর রহমান, ওসমান গনী, সুমন ও আলামিন। প্রতি বছর শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসে নাভারণ এ্যাথেলেটিক ক্লাব এন্ড লাইব্রেরী। এবার শীতেও প্রায় ৩শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি।