আসাদুজ্জামান আসাদ,(কলারোয়া) সাতক্ষীরা : সকল বাঁধা উপেক্ষা করে সাতক্ষীরায় জাঁকজমকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪১ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠান পালিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে গত বুধবার (১ জানুয়ারী) সকাল ১০টায় শহরের সংগীতা মোড় এলাকায় এই প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন ও সাংগাঠনিক সম্পাদক আবু রায়হানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মমতাজুর ইসলাম চন্দন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক তরিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসান হাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আসিফুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন সিকদার, শহর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুলফিকার সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক আসিফ ইশবল, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আরিফুর রহমান আলো, ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম বাপ্পী, হাজী আইয়ুব আলী, শেখ ফারহান মাসুুক, আল আমিন হোসেন, শাহিনুর রহমান শাহিন, আব্দুস সবুর, জাকির, পলাশ অসীমসহ সকল থানা, পৌর, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব এ প্রতিবেদককে বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক। এবং জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রদল। এই ছাত্রদলকে গতিশীল করার লক্ষে সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা জেলা ছাত্রদল রাজপথে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রদল সকল কর্মসূচি পালন করবে।