গতকাল ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরে মার্কিন হা’মলার পর থেকে ইরাক জুড়ে থমথমে আর অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সেই সাথে কখন কি হয়ে যায় সেই ভয় ও কাজ করছে ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মনে।
তাই ইরাকে চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলে সতর্কতা জারি করেছে বাগদাদে বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার দূতালয়ের প্রধান মো. অহিদুজ্জামান লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইরাকের চলমান নিরাপদহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকের সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ প্রয়োজনে কর্মস্থল ও বাসস্থান ছাড়া সভা সমাবেশস্থল, গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।
সেই সাথে, বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও দূতাবাস জানিয়েছে।”