বিবিএস আন্তজার্তিক ডেস্কঃ
জেনারেল সো’লাইমানিকে হ’ত্যা’র প্রতিশোধ হিসেবে ই’রাকের মার্কিন ঘাঁটিতে হা’ম’লার পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ই’রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খা’মেনেয়ী।
এর আগে ই’রানের ক্ষে’প’ণাস্ত্র হা’ম’লায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নি’হত এবং আরও ২০০ জন আহত হয়েছেন বলে ই’রানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে।
আজ ৮ জানুয়ারি বুধবার ভোররাতে ই’রাকে দুটি মার্কিন সে’নাঘাঁটিতে এক ডজনেরও বেশি মি’সাইল ছোড়ে ই’রান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হা’ম’লার শিকার হওয়ার কথা জানানো হলেও হ’তা’হতের বিষয়ে অফিসিয়ালি কিছুই বলা হয়নি।
এদিকে ই’রানি সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মার্কিন দুই সেনাঘাঁটিতে ১৫টি মি’সাইল ছোড়া হয়েছে। এতে ৮০ জন ‘আমেরিকান স’ন্ত্রা’সী নি’হত হয়েছেন।
তাদের খবরে আরো দাবি করা হয়েছে, ওই হা’ম’লায় আমেরিকার বেশ কয়েকটি হেলিকপ্টার গানশিপ ধ্বং’স হয়েছে এবং যু’দ্ধ সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই দুই ঘাঁটি ছাড়াও আমেরিকার আরো অন্তত ১০০টি স্থাপনা টার্গেট করা হয়েছে বলেও প্রতিবেদনে হুঁশি’য়ারি দেয়া হয়েছে। তবে মার্কিন সামরিক সূত্রের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, হা’ম’লার আগাম সতর্কবার্তা
পেয়েছিলেন ঘাঁটি দুটিতে অবস্থান করা মা’র্কিন সে’নারা। আর তাই সময়মতো নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছিলেন তারা। ফলে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি।