যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান উত্তেজনার মাঝে ভারতীয় জাহাজের নিরাপত্তায় পারস্য উপসাগরে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।
বুধবার পারস্য উপসাগরে এই যুদ্ধজাহাজ ও যুদ্ধব্মিান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
এদিকে, আমেরিকার সাথে উত্তেজনা প্রশমনে ভারতের সাহায্য চেয়েছেন দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত চেগাণী। তিনি বলেন, ভারত সাধারণত বিশ্বে শান্তির জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে। আমরা সব দেশ থেকেই উদ্যোগকে আহ্বান জানাই, বিশেষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় ভালো বন্ধু হিসেবে ভারতের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ।
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখার প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়। এরপর বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ৮০ মার্কিনি নিহত হয়েছে তেহরান দাবি করলেও অস্বীকার করেছে ওয়াশিংটন। এতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, যে কোনও ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং ভারতীয় ব্যবসায়ীদের আশ্বাস জানাতে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মেতায়েন করা হয়েছে। এছাড়া ওই অঞ্চলের চলমান পরিস্থিতির পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনী। ওই অঞ্চলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে নৌবাহিনীর উপস্থিতি রক্ষা করা হচ্ছে।
ইরান থেকে যে কয়টি দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত একটি। এছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকেও পারস্য উপসাগর দিয়েই তেল আমদানি করে ভারত।