আহসান হাবীব সাগর:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধু সহ তিন গরু চোর আটক হয়েছে। কোটচাঁদপুর মডেল থানাধীন সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ খায়রুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় ইং ০৮/০১/২০২০ তারিখ অভিযান ডিউটি করা কালে কোটচাঁদপুর থানাধীন সোয়াদী গ্রামের মোড় হইতে ০২টি চোরাই গরু ও গরু বহনকারী আলমসাধু সহ ০৩ জন গরু চোর আসামী আটক করে। ১। মোঃ মোস্তাক আহম্মেদ সজিব(২৪), পিতা-মৃত মোস্তফা কামাল, সাং স্বরুপপুর, থানা-মহেশপুর, ২। মোঃ বিপ্লব শেখ(২৪), ৩। মোঃ আনারুল ইসলাম(২২), উভয় পিতা-মোঃ মনজেল আলী, উভয় সাং-দহখোলা, থানা-শৈলকুপা, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃমাহবুবুল আলম জানান আলমসাধু সহ আটককৃত তিন আসামীর তদন্ত চলছে।