শাহিন হাওলাদারঃস্টাফ রিপোর্টারঃ
কাউনিয়ায় দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ‘মহানুভবতার দেয়াল’
কাউনিয়ায় দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ‘মহানুভবতার দেয়াল’
বিদ্যালয়ের গরিব দুঃস্থ শিক্ষার্থীরা যখন কাপড়ের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না ঠিক তখন বরিশাল নগরীর ২৯ নং কাউনিয়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ শিক্ষার্থীদের সাহায্যে ‘মহানুভবতার দেয়াল’ স্কুল চত্বরে স্থাপন করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ এ মহানুভবতার দেয়ালে কাউনিয়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাছুমা খাতুনের উদ্যোগে পুরনো কাপড় দেওয়া হয়।
এতে স্কুলের দুঃস্থ শিক্ষার্থীরা তাদের পছন্দ মত কাপড় বেছে নেয়। এবং স্কুল কর্তৃপক্ষ এমন আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম খুশি। তারা মনে করছে, অনেক দুঃস্থ পরিবারের সন্তানরা কাপড়ের অভাবে স্কুলে যেতে পারে না। এতে তারা পড়ালেখায় পিছিয়ে পড়ে। এ বিষয়টি অনুধাবন করেই প্রধান শিক্ষিকা মাছুমা খাতুন এমন উদ্যোগ নিয়েছেন যা প্রশংসনীয়।
ঐ এলাকার একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষকা মাছুমা খাতুন শিক্ষার্থীদের সুবিধা হয় বা তাদের পড়ালেখায় মনেযোগ বাড়ে এমন অনেক উদ্যোগ নিয়েছেন। যা ইতিমধ্যে সমগ্র ছড়িয়ে পড়েছে। এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর মডেল হিসাবে তার নেওয়া উদ্যোগ গুলো প্রশংসনীয়।
প্রধান শিক্ষিকা মাছুমা খাতুন বলেন, আমার স্কুলের গরিব অসহায় দুঃস্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই কাপড়ের অভাবে স্কুলে আসা থেকে যেন বিরত না থাকে। সেই কারণেই আমি এমন উদ্যোগ নিয়েছি