শাহিন হাওলাদার / স্টাফ রিপোর্টার //
বাকেরগঞ্জ বোয়ালিয়া বাজারে নুর এন্টারপ্রাইজের পরিচালক মাইনুল হোসেন (সুজন) তালুকদারের তত্বাবধানে পরিচালিত ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল জেলা ৬২ তম ও বাকেরগঞ্জ উপজেলার ৮ম শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান গতকাল ৯ই ফেব্রুয়ারী সকাল ১০ টায় বোয়ালিয়া বাজারে অফিস কার্যালয় সন্মূখে অনুষ্ঠিত হয়। ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, বিশেষ উদ্বোধক ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল শাখার রিজওনাল হেড এ এইচ এম কামরুজ্জামান, এরিয়া ম্যানেজার এ কে এম সফিউল আলম, অন্যদের মধ্যে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক আলী আনসার তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মোকলেছুর রহমান, পৌর যুবলীগ সাধারন সম্পাদক কাউন্সিল জিয়াউর রহমান রিপন খন্দকার উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, সাংবাদিক জাহিদুল ইসলাম, এস এম পলাশ, সহিদুল ইসলাম, জাকির হোসেন খান, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন খান, ব্যাংক ক্যশিয়ার গোলাম মোক্তাদির, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার হিউম্যান মানব আধিকার বাকেরগঞ্জ সাখা সহ সভাপতি সাংবাদিক মো শাহিন হাওলাদার সহ স্হানীয় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তি, বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।