নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
প্রায় শতবর্ষী এক অজ্ঞাত বৃদ্ধাকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের ২নং প্লাটফর্মে রেখে গেছে স্বজনরা । প্রায় ১৪ দিন ধরে রহনপুর রেল স্টেশন চত্ত্বরে একটি তেঁতুল গাছের পাশে পৌষের তীব্র শীতে সে কাঁপছে । রোববার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় শীতের তীব্রতায় সে ঠকঠক করে কাঁপছে । সে ঠান্ডায় কোন কথা বলতে পারছেনা ফলে তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। শীত থেকে বাঁচতে সে খড়ের বিছানা করে শুয়ে আছে। পরনে একটি পুরোনো উলের সুয়েটার সাথে একটি কম্বল । স্থানীয়রা জানান , প্রায় ১৪ দিন আগে স্বজনরা তাকে ভ্যান গাড়ী যোগে তাকে প্লাটফর্মে ফেলে রেখে যায়। তারপর থেকে কেউ তার কোন খোঁজ খবর নেয়নি। সিরাজুল নামে স্থানীয় এক ব্যক্তি তার খোঁজ খবর নিচ্ছেন।