আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ এমন উদ্ভট স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু কাজের সময় সাহসে কুলায় না। গতকাল তেমনি এক সাহসী মানুষের দেখা পেয়েছি। তিনি নিজেই দাঁড়িয়ে থেকে পথশিশুদের আহার করিয়েছেন, তুলে দিয়েছেন প্রিয় খাবারগুলো।
কমিউনিটি সেন্টারের গেটে পথশিশুদের দাঁড়িয়ে থাকতে দেখে একদিন নিজের বিয়েতে আমন্ত্রণ জানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি, আর সেটাই গতকাল পূরণ করেছেন নিজের নতুন জীবনের শুরুতে।
হয়তো বিয়েতে অনেকেই বিরক্ত হয়েছেন নিয়ম ভাঙ্গার প্রবনতায়, হয়তো পেজের অনেকেই কমেন্ট করবেন “লোক দেখানো” বলে, তবুও নিজের সাহসী স্বপ্ন অনুসরণ করার অনুকরণীয় দৃষ্টান্ত অনেককেই অনুপ্রাণিত করবে সেরা কাজ করার। ভালো থাকুক নব দম্পতী, ভালো রাখুক এই পৃথিবীকে।