আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে গত ১৪ জানুয়ারী ২০১৯ বিকেলে ক্লাব কার্যালে (৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবে বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানান- ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন-
১/ সি আর বিধান বড়ুয়া,সদস,চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব।
২/ তরুন বিশ্বাস অরুন,সদস্য,চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব।
৩/শাখাওয়াত রহমান খান, সহ-সম্পাদক, আলোকিত সন্দ্বীপ ডটকম।
বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব প্রতিনিধিদলে ছিলেন-
১/ এম ইউছুপ রেজা, সভাপতি,
২/সবুজ অরন্য, সাধারণ সম্পাদক
৩/ তাজুল মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক।