চুনারুঘাট উপজেলা সরকারি চাকুরিজীবীদের ১১-২০ গ্রেডে ৮ম দফা দাবি আদায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত। আজ সন্ধায় ৬.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে।
উক্ত আলোচনা সভায় সভাপতি করেন কৃষ্ণ কুমার সিংহ ।
আলোচনা বক্তব্য বক্তারা বলেন বঙ্গবন্ধু জন্মশত বাষির্কী উপলক্ষে আমরা সকল ১১-২০ গ্রেডে সরকারি চাকুরিজীবীগন মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূষ্টি আর্কষন করছি ।আমরা অনেক দিন যাবত ১১-২০ গ্রেডে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালন করে আসছি ।তাই সারা বাংলাদেশর সকল ১১-২০ গ্রেডে কর্মচারিদের ৮ দফা দাবি আদায়ের জোর দাবি জানাচ্ছি ।দাবি গুলো
১/২০১৫ সালে প্রদত্ত ৮ম পে – স্কেল সংশোধন বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনু অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সময় নির্ধারণ ও গেট সংখ্যা কমাতে হবে(lLO অনুযায়ী বেতন নির্ধারণ)
২/এক অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে ।
৩/সকল পদে পদোন্নতি বা পাঁচ বছরের পর পর গ্রেড প্রদান করতে হবে।
ব্লক পোষ্ট নিয়মিতকরণ করতে হবে )
৪/টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতনের জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে ।
৫/সচিবালয়ের ন্যায় পদবী গ্রেড পরিবর্তন করতে হবে।
৬/ সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে।
৭/ নিন্ম বেতনভোগী দের জন্য রেশন ১০০% পেনশন চালু সহ পেনশন গ্রাচুইটি হার ১ টাকা ৫০০ টাকা করতে হবে।
৮/ কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেট একীভূত করতে হবে।
৮ম দফা দাবি ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপি আংশিক দাবি তুলে ধরা হলো।
এক নাম্বারের চিকিৎসাভাতা ১৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা ,শিক্ষা সহায়তাভাতা সন্তান প্রতি ৫০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা ,ধোলাই ভাতার ক্ষেত্রে বিশেষ ১০০ টাকার পরিবর্তে সকল গ্রেডের জন্য ১০০০ টাকা , বাড়িভাড়ার মূলধনের সর্বনিম্ন ৮০% , বৈশাখী ভাতার ২০% পরিবর্তে ১০০% চালু করা। মহান বিজয় দিবস বাতা চালু করুন ।প্রত্যেককে ডিপার্টমেন্ট এর জন্য মূল বেতনের ৩০% মানবতা ২০% জটিলতা সহজীকরণ এর মাধ্যমে বিনা সুদে গৃহনির্মাণ ঋণ প্রদান করতে হবে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ১১-২০ গ্রেডের অধিকার আদায়ে সম্মিলিত ফোরামের সম্মানিত সদস্য সচিব মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলার অত্র ফোরামের যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম সুমন।
যুগ্ম আহবায়ক আবদুল হাসিম। সঞ্চালনায় শরীফ হোসেন ভুইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সকল দপ্তরের সরকারি কর্মচারীগণ