রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় দেশীয় অস্ত্রসহ আটক হওয়া সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, শহরের এক ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় গত ১৪ জানুয়ারী রাতে মিলনের বাসায় অভিযান করা হয়। অভিযানের সময় মিলনের বাসা থেকে ১১টি দেশীয় ধারালো রামদা ও ৪টি পাইপ উদ্ধার পূর্বক সৈয়দ মিলন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঐ রাতেই শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগি হিসেবে পরিচিত তরিকুল ইসলাম অপু, মামুন খান, সাইফুল ইসলাম, পলাশ দাস ও মামুনুর রশিদ ওরফে কঠিন মামুনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার ঝালকাঠি সদর থানায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন ( সৈয়দ মিলন), ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু সহ মামুন খান ও সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। অস্ত্র আইনের মামলায় অভিযুক্ত মিলনকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আদলতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদলত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন সেইসাথে মামলায় অপর অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে মিলনের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র আছে বলে পুলিশকে জানালে পুলিশ তার বাসায় তল্লাশি করে টয়লেটের সিলিং এর উপরে বস্তায় পেচানো অবস্থায় ২টি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও সৈয়দ মিলনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।