নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ভারসাম্যর আয়োজনে অনুষ্ঠিত মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দিদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব সামিউল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাচিপ সভাপতি ও পৌর আওয়ামী লীগ সদস্য ডা. গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য ও কৃষকলীগ নেতা আব্দুল হাকিম, সদর উপজেলা যুব লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল।
শেষে চাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।