বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে খড় বোঝায় চলন্ত ট্রাকে হঠাৎ আগুন লাগিয়ে অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি প্রাণ l জানা যায় আজ বিকাল তিনটায় উপজেলা চাকরাইল থেকে একটি খড় বোঝাই ট্রাক বদলগাছী উপজেলা মহিলা কলেজ গেট সংলগ্ন পৌছিলে হঠাৎ বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টে স্পর্শ করলে তাৎক্ষণিকভাবে আগুন ধরিয়ে যায় l এ সময় ট্রাক ড্রাইভার মমিনুল ইসলাম বুদ্ধি খাটিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চাংলা গ্রামে একটি পুকুর পাড়ে ট্রাকটি ট্রেনে টেনে নিয়ে যায় l সেখানে এলাকাবাসী সহযোগীতায় পুকুরের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পড়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানো নিশ্চিত করে l ট্রাক ড্রাইভার মমিনুল ইসলাম বলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা থেকে তারা বদলগাছী চাকরাইলে আসে খড় নেওয়ার জন্য। খড় নিয়ে যাওয়ার
পথে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে