আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
‘১এর পথে একসাথে আমরা সবাই’ এ শ্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দেশের স্বনামধন্য শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের আয়োজনে বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এক এর পথে, একসাথে’ আমরা সবাই বসুন্ধরা পরিবারের সদস্য হিসেবে মিলিত হয়েছি। পরিবেশক রিটেলইলাদের উদ্দেশ্য তিনি বলেন, চাহিদা বৃদ্ধির কারণে ২০২০ সালে চলতি উৎপাদনের সাথে প্রতিদিন আরো ১০হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করবে বসুন্ধরা সিমেন্ট। ভাল মানের কারণে আমাদের সিমেন্ট দেশের বৃহৎ স্থাপনা নির্মাণের কাজে ব্যবহারিত হচ্ছে। পরে সকলের সাথে সৌহার্দ্য বিনিময় শেষে র্যাফেল ড্র এর বিজয়ীদের হাতে ১টি গাড়ি দুটি মটর সাইকেলসহ ২৪টি পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সেলস এন্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে কেক কাটা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। খুলনা, বরিশাল ও ফরিদপুরের সাড়ে চার হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারের অংশগ্রহণে উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়।সাতক্ষীরায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবেশক, রিটেইলার সমাবেশে
সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের আয়োজনে বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান NEWS24 এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, জেলা প্রতিনিধি কামরুজ্জামান এটিএন বাংলা,জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ আরটিভি, জেলা প্রতিনিধি মাছরাঙ্গা টিভি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল,জেলা প্রতিনিধি বিটিভি মোজাফ্ফর হোসেন,জেলা প্রতিনিধি ইতেফাক কলা
কল্যাণ ব্যানার্জী, মোশাররফ হোসেন কালের কণ্ঠ জেলা প্রতিনিধিসহ সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ।