Logo
শিরোনাম :
জনকন্ঠের রেজা নওফল বিএমএসএফ ঢাকা জেলার নতুন আহবায়ক মনোনীত ১০ লক্ষ টাকার মাছ নিধন সিংড়ায় লীজকৃত পুকুর দখলের পায়তারা চাটমোহরে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই ৬ লাখ টাকার ক্ষতি শার্শা উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ৪ দিবস ইংরেজি নববর্ষকে সামনে রেখে গদখালীর ফুল চাষীরা পার করছেন ব্যাস্ত সময় বীরমুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার আব্দুল মালেক’র রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন! চাঁপাইনবাবগঞ্জ র্র্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার ১ বাঁশখালীতে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল‌ আশাশুনিতে খ্রিস্টান এসোসিয়েশনের আলোচনা সভা টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের সবাই রংপুরের

ই’য়েমেনে ভ’য়াবহ হা’মলায় সৌদির ৬০ সে’না নি’হত

ই’য়েমেনে একটি সে’না ক্যাম্পে মি’সাইল হা’ম’লা চালানো হয়েছে। ই’য়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত সৌদি সমর্থিত একটি সে’না ঘাঁ’টিতে এ হা’ম’লা চালানো হয়। এতে অন্তত ৬০ জন সে’না নি’হত হয়েছে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

ই’য়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যো’দ্ধা’রা এই হা’ম’লা চালিয়েছে বলে জানা গেছে। তবে এসব সে’না কোন দেশের নাগরিক তা এখনো জানা যায় নি।

ই’য়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃ’তে’র সংখ্যা আরো বাড়তে পারে।
গতকাল শনিবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হুতি যো’দ্ধা’রা আরব জোটের একটি সা’মরিক ঘাঁ’টি লক্ষ্য করে হা’ম’লা চালালে এসব সে’না নি’হত হয়। ই’য়েমেনের মারিব প্রদেশে এ হা’ম’লার ঘটনা ঘটেছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ নানা সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, হুতিদের হা’ম’লায় ৬০ জনের বেশি সে’না নি’হত হয়েছে। মা’রিবের সামরিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার জন্য র’ক্ত দেয়ার আবেদন জানানো হয়েছে।

এদিকে, হা’ম’লার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয় নি। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে আরব জোটের জন্য সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে র’ক্ত’ক্ষয়ী হা’ম’লা।

ই’য়েমেনের হাসপাতালে সূত্রগুলো বলছে, হা’ম’লায় অন্তত ৪৫ সে’না নি’হত এবং কয়েক ডজন আ’হত হয়েছে। সূত্র: পার্স টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By ThemesWala.Com
error: Content is protected !!