”
আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(কুমিল্লা জেলা থেকে):কুমিল্লার লাকসামে ডেমু ট্রেনে কাটা পড়ে জ্যোতি লাল দাস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার(জানুয়ারি১৮) বিকেলে লাকসাম পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতি লাল দাস চাঁদপুর সদরের মৃত লাবন্য চন্দ্র দাসের ছেলে।তবে তিনি লাকসাম পৌর শহরের দক্ষিণ সাহাপাড়ার ডা. মনিন্দ্র দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা বলেন,জ্যোতি লাল দাস প্রায় ৩০ বছর যাবত লাকসাম শহরের একটি পানের আড়তে চাকরি করতেন।বয়সের কারণে তিনি কানে কিছুটা কম শুনতেন।শনিবার বিকেলে লাকসাম জংশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ডেমু ট্রেনটি পৌর শহরের লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রমকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে জ্যোতি দাসের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।এ ঘটনার খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
শনিবার রাতে লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ফোন আলাপে প্রতিনিধিকে তিনি আরো জানান,ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই স্বজনরা ওই বৃদ্ধের মরদেহ নিয়ে গেছে।