আফজাল হোসেন চঁাদ, ব্যুরো প্রধান, যশোর জেলা ব্যুরো অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন ও ডাক্তারদের সাথে মতবিনিময় করেছেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
রবিবার দুপুর ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়ারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সালেহা খাতুন, ডাঃ তৃপ্তি রানী, ডাঃ রাশিদুল আলম, ডাঃ মোঃ আশরাফ উদ্দীন, ডাঃ মোঃ জসিম উদ্দীন, ডাঃ কামাল হোসেন, প্রাণিসম্পদ বিভাগের সাবেক কর্মকর্তা ডা. মহসিন আলী, আমজেদ হোসেন, যুবলীগ নেতা জাফিরুল হক রনি, এনামুল হাবিব জগলু প্রমুখ।