দরিদ্র পরিবারের এক হিন্দু মেয়ের বিয়ে দিল ভারতের কেরালার আলাপুঝার চে’রুভাল্লি মুসলিম জামায়াত মসজিদ কমিটি। রোববার ওই মসজিদ প্রা’ঙ্গণে বিয়ের আয়োজন করা হয়।
আনন্দবাজার পত্রিকা জা’নিয়েছে, ওই মসজিদ চ’ত্বরে হিন্দু মতে শরৎ এবং অ’ঞ্জুর বিয়ে দেন এক পু’রোহিত। উ’পস্থিত ছিলেন দুই স’ম্প্রদায়েরই অতিথি। তাদের জন্য ছিল কেরালার ঐতিহ্যবা’হী নি’রামিষ ভোজও।
খবরে বলা হয়, অঞ্জু’দের পরিবারের অর্থনৈতিক অব’স্থা ভালো নয়। সেই কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চে’য়েছিলেন অ’ঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেয়ার আবেদন জা’নিয়েছিলেন তিনি।
মায়ের সেই আ’র্জিতে সাড়া দেন মসজিদ ক’র্তৃপক্ষ। অ’ঞ্জুকে বিয়ের উপহার হিসেবে ১০টি স্বর্ণমুদ্রা এবং দুই লাখ টাকা দি’য়েছেন তারা। হাজার লোকের খাওয়া-দাওয়ারও ব্যব’স্থা করা হ’য়েছিল।
ফেসবুকে নবদ’ম্পতি শরৎ এবং অ’ঞ্জু, তাঁদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জা’নিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তিনি ব’লেছেন, কেরালা সব সময়ই সাম্প্র’দায়িক স’ম্প্রীতির এমন সুন্দর উ’দাহরণ বহন করে এসে’ছে। এটা ব’জায় রা’খতে হবে।
ফেসবুকে শরৎ-অ’ঞ্জুর বিয়ের ছবি শে’য়ার করে বিজয়ন লি’খেছেন, ‘এই বিয়ে এমন সময় হল, যখন দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘ’টানোর চে’ষ্টা করা হ’চ্ছে। কেরালা ঐক্যব’দ্ধ ছিল এবং আমরা ঐক্যব’দ্ধই থাকব।’