বাকেরগঞ্জ প্রতিনিধি:-
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিক তৃনমূল দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক খোকন হাওলাদার নতুন কমিটি ঘোষণা করেন। সাংবাদিক মো শাহিন হাওলাদার সভাপতি এবং বাকেরগঞ্জ সাংবাদিক তুহিন সিকদার সেক্রেটারি করে 11সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পাঁচ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্ঠা পরিষদের সদস্যরা হলো- কে এম সোহেল হাসান মুছা.মো লিমন. ও মো. মহসীন মোল্লা ।
কার্যকরী কমিটির সদস্যরা হল- সভাপতি মো. শামীম হাওলাদার সহ সভাপতি মো. জিয়াউর হক , মো মাসুদ সিকদার ও মো. সফিক খান। সাধারণ সম্পাদক- মো. সাংবাদিক জাহিদুল ইসলাম , যুগ্ন সম্পাদক মো বেল্লাল।
সাংগঠনিক সম্পাদক মসীউর রহমান , সহ সাংগঠনিক সম্পাদক- মো,শামীম হাওলাদার । অর্থ সম্পাদক- মো. সোহেল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. জাকির জোমাদ্দার, দপ্তর সম্পাদক- মো. সাইফুল ইসলাম \