মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল (২০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, কেটিভি বাংলার রির্পোটার ও প্রেস ক্লাব মধুপুরের সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, মুক্তিযোদ্ধা, ক্রীড়ামোদী ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এই হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি বিদ্যালয় ও একটি ক্লাবের ৫৬জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলায় এক এক গোলে ড্র হলে স্টাইবেকারে ২/১ গোলে মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রপি তুলে দেন – মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। এসময় তিনি বিশেষ অতিথিদের মাঝেও পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার জনাব মো. নুরে এলাহী, অনুষ্ঠানের সভাপতি না থাকার কারণে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোযনা করেন।