শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি এলাকায় ৪টি আমের আরত পুড়ে গেছে
বুধবার সকাল পৌনে সাতটার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ছুটে এসে ২ ঘন্টায় চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে পুড়ে যাওয়া আম আড়ৎদার আব্দুল কাদের, আব্দুস সালাম, মাসুদ রানা ও মিলন তারা বলে আমাদের আড়তের আমের ক্যারেটসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে,
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬:৪৫ মিনিটে আগুন জ্বলার সময় দেখতে পাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলি জানান, ভোর ৬:৪৫মিনিটে খবর পেয়ে তিনটি ইউনিট দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তিনি বলেন আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা, প্রাথমিকভাবে ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত শেষে বলা যাবে।