ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এতিমখানা পরিদর্শন ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
২১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি এতিম খানাটি পরিদর্শন করেন।
এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যে কোনো সমস্যার কথা আমাকে জানাবা। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে তোমরা নির্ভয়ে বলবে।
তিনি আরো বলেন, আমি সব সময় সুখে দুঃখে তোমাদের পাশে আছি এবং থাকবো।
চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এতিম শিশুদের সাথে দুপুরের খাবারও একসাথে খান।
এতিমখানার সংশ্লিষ্ট অভিভাবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।