বিবিএস নিউজ ডেস্কঃ
এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২০ এ নব-নির্বাচিত কার্যকরী পরিষদে’র সপথ গ্রহন অনুষ্ঠান ।
বন্দর বিষয়ক সম্পাদক মোঃআওয়াল হোসেন বলেন
ঐক্য পরিষদে’র সাথে যুক্ত সকল শুভানুধ্যায়ী,সকল বন্ধু সহকর্মী সহযোদ্ধা বড় ভাই, অনুজ সকল কে ঐক্য পরিষদে’র সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা
স্বীকার করেন।
ঐক্য পরিষদে’র নব-নির্বাচিত
বন্দর বিষয়ক সম্পাদক
মোঃ আওয়াল হোসেন
এ সময় তিনি বলেন আগামী ২৬শে জানুয়ারী রবিবার বিকাল ৩ ঘটিকায় শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সদয় উপস্হিতিতে শপথ গ্রহন সম্পন্ন হবে বলে আশাবাদী ৷
ইনশাল্লাহ,
সপথ গ্রহনের পরবর্তী সময়ে আমরা আমাদের সদস্য কল্যানের কর্মকান্ড
গ্রহন করবো ।
সাধারণ সদস্যরা সতস্ফুর্ত ভোট বিপ্লবের স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন তাদেরকে সর্বদা প্রফুল্লচিত্তে সেবা দেওয়াই হবে ঐক্য পরিষদ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়াও বন্দর এর কর্মকান্ড সহজিকরণ করার চেষ্টা করবো ।