আফজাল হোসেন চাঁদ, নিজেস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা ও গদখালী ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন (৪০) নিহত ুএবং পারিবারিক গৌনস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ৪০মিনিটের সময় ফারুক হোসেন তার গ্রামের বাড়ি গদখালী সৈয়দপাড়া থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বাজারস্থ ভাড়া বাড়িতে আসার পথিমধ্যে পৌরসদরের পুরন্দরপুর মোড় নামক স্থানে আসলে তার মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরেই তিনি ঘটনাস্থলে মারা যায়। শনিবার জোহর বাদ তার গ্রামের বাড়ির জানাজা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাফিরুল হক, এমামুল হাব্বি জগলু প্রমুখ। জানাজা শেষ পারিবারিক গৌরস্থানে তাকে দাফন করা হয়েছে।