আসাদুজ্জামান আসাদ কলারোয়া, সাতক্ষীরা,
কলারোয়া উপজেলা পৌর সদরে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মা আমেনা পাঠাগার ও ১৮ তম এসএসসি ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন,উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আলহাজ্ব মাহবুবুর রহমান বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মাদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মা আমেনা পাঠাগার, এস এস পরিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন স্বাগত বক্তব্যে বলেন “ শিক্ষাই জাতির মেরুদন্ড, একটি শিক্ষিত তারুণ্য পারে উন্নত জাতি গঠন করতে। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সাবেক অধ্যাক্ষ ইউনুচ আলী, উপজেলা সহকারী শিক্ষ অফিসার হারুনা আর রশীদ মোল্লা,উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস,প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ইবাদুল হক,মোঃ মাফুজার খাঁন চৌধুরী,উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জুলফিকার আলী, ম্যানেজিং কমিটির সদস্য রিজাউল ইসলাম,মোঃ কামরুজ্জামান, তরিকুল ইসলাম তুহিন, বিদায়ীদের শিক্ষার্থীদের মধ্যে সাবেক ছাত্র মোঃ আয়াতুল্লাহ, ছাত্রী নাফিস আমিন নেহা প্রমুখ। সার্বিক সহযোগিতায় প্রাক্তন ছাত্র বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান,-অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুজ্জামান।
উল্লেখ্য, এবছর বিদ্যালয় হতে ৬৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষা উপকরণ ও কৃর্তি শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রধান শিক্ষক আবু সাইদ ও সহকারি শিক্ষক বাকী বিল্লাহ শাহী।