কবি :(মোজাম্মেল হোসেন মোহন )
গণতন্ত্র কাকে বলে ভাই?
যেথা নানা জাতি নানা ধর্মে সম মর্যাদা পাই।
যেথা রাজা নেই সর্বেসর্বা জনতাই
যেথা নানা ভাষা নানা মত পাবে ঠাঁই।
বাংলাদেশ গণতন্ত্র হবে কেনো নামেতেই
কর্মেতেও দেশের মর্যাদা হোক চাই।
দেশের প্রকৃত শাসক যেথা জনগণই
গণতন্ত্র স্থাপনের প্রয়াস কেনো হবে না তাদেরই?
নেতা মন্ত্রীকে দোষে হবে না সমাধান
জনগণই দায়ী যারা করে নেতা নির্বাচন।
আজ অর্ধ যুগ সংবিধান হয়েছে প্রণয়ন
মৌলিক অধিকারে আজও বঞ্চিত জনগণ।
জাগো সবাই জাগো দেশ জাগো জনগণ
এক সুরে হোক প্রকৃত গণতন্ত্র স্থাপনে আলোড়ন।
মহান শহিদের আত্মবলিদান হতে দেবো না বৃথা
যাদের স্বপ্নে আঁকা ছিল মহান আমার বাংলা মাতা।