জসিম উদ্দিন: দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগীতায় শার্শা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় শার্শা উপজেলার নাভারণ ডিগ্রী কলেজ’র হল রুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জনাব শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাল্ব লি: এর চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা জনাব জোনাস ঢাকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলনে, কাল্ব সেক্রেটারী আলফ্রেড রায়, ট্রেজারার এম জয়নাল আবেদীন, খুলনা ও বরিশাল অঞ্চলের ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান, শার্শা উপজেলা সমবায় অফিসার এবিএসএম আক্কাস আলী, জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া, যশোর ক্লাস্টার কমিটি সভাপতি জনাব স.ম. কামরুজ্জামান, সম্পাদক জনাব আব্দুল হাই, উপজেলা ব্যবস্থাপক পুলিন চন্দ্র ভাবুক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মুজিবুর রহমান, প্রোগ্রাম এ্যাসিস্টান্ট আবুল হোসেন, সহকারী মৌলভী শিক্ষক আল-আমীন মাহবুব প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি, সম্পাদক ও সদস্য পদের নতুন কমিটির সদস্য গণের নাম ঘোষনা করা হয় এবং ২০২০ ইং সাল থেকে প্রথমবারের মত শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে এই সমবায় সংগঠনটি। প্রথম দিনেই ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কমিটির সদস্য ও অন্যান্যদের মাঝে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সম্পাদক ও বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল আলীম।