বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শায় ঢাকা-বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা প্রতাপ বৈরাগী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় নাভারণ বাবুর ভাটার কাছে এঘটনা ঘটে। নিহত প্রতাপ বৈরাগী যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ শংকরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুলবাড়ীয়া গ্রামের সত্য পদ বৈরাগীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন শার্শার নাভারণ ত্রিমোহনী এলাকায় পৌঁছাইলে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাটা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই লোকটি সাইকেল যোগে এখানে এসে রেল লাইনের উপরে হাটাহাটি করতে থাকে। কিছুক্ষণ পরে ঢাকা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটি চলে আসলেও তিনি রেল লাইন থেকে সরে যায়নি। তাতে মনে হচ্ছে তিনি স্বইচ্ছায় আত্মহত্যা করেছেন।
নিহতের বড় ভাই তপন বৈরাগি জানান, নিহত প্রতাপ বৈরাগী মানসিক ভারসাম্যহীন। প্রায় সে বাড়ী থেকে চলে যেত অন্যাত্রে। আবার বাড়ী আসতো অনেকদিন পরে। সকালের ঘটনা অথচ আমরা কেও জানিনা সন্ধার পর জানলাম আমার ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, রেলে কাটা পড়া লাশের অংশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।