ফয়সাল আজম অপু,বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ রোববার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে, যার প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার।’
জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন গুজবের কারণে বিভিন্ন সময় যে সঙ্কট দেখা দেয় সেখানে জেলা প্রশাসনের সাথে কাজ করছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। বিভিন্ন সময় ভোক্তার লিখিত অভিযোগের সমাধান করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে বিক্রেতা অর্থদণ্ড আরোপ এবং নগদে আদায় করা হয়েছে। ভোক্তা-অধিকারের নিয়মানুযায়ী অভিযোগকারীকে অর্থদণ্ডের ২৫ ভাগ টাকা সাথে সাথে নগদে প্রদান করা হয়ে থাকে।