ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন নাহালা পেট্রোল পাম্পের পার্শ্বের আম বাগান হতে অস্ত্র, বিস্ফারোক, মাদক, সরকারি কাজে বাধাসহ ১৫ মামলার আসামি মোঃ বাবু @ জনি ওরফে বোমা বাবু (৩৩) কে আটক করেছে।
আটককৃত বোমা বাবু রামন্দ্রপুরহাট বহরম চুনাখালী গ্রামের মোঃ-আফসার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিবের নির্দেশনায় রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০ টার সময় চৌকস পুলিশ অফিসার মিন্টু রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ সুকৌশলে বোমা বাবুকে হাতেনাতে আটক করা হয়।
অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।