আফরোজা বেগম রংপুর
২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে, রংপুর বিভাগের ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় রংপুর জেলা পুলিশের অভিভাবক বাংলাদেশ পুলিশের আইকন পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকারকে তৃতীয়
বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন।
রংপুর জেলায় যোগদানের পর তিনি প্রতি মাসের ন্যায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম মহোদয়কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।
কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার মহোদয় এর হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় জনাব দেবদাস ভট্টাচার্য, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
এসময় রংপুর জেলা পুলিশ সদস্যদের মধ্যে ফেব্রুয়ারি/২০ মাসে শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে রংপুর ট্রাফিক ইউনিটের টিআই জনাব মোঃ মিজানুর রহমান ফাহমি, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে রংপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহআলম শেখ, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ থানার এসআই মোঃ আবু বক্কর সিদ্দিকসহ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।