আফরোজা বেগম
গতকাল রবিবার সকাল ১১টায় রংপুরের মিঠাপুকুরের পায়রাবনে উত্তম চাষাবাদ পদ্ধতি অনুসরনে উৎপাদিত আলু রপ্তানীর সম্ভাবনাকে সামনে রেখে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মিসিং মিডল ইনিশিয়েটিভ প্রকল্পকির কৃষি সম্প্রসারন অধিদপ্তর,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান এবং বাংলা কৃষক সোসাইটি সমূহের সহযোগিতায় উদ্ধৃত্ত আলু রপ্তানিকারকদের চাহিদা অনুসারে উৎপাদিত আলুর প্রথম দফা রপ্তানির উদ্ধোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান।
উদ্ধোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো: শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পরিচালক পরিকল্পনা,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কাজী মো: সাইফুল উসলাম ,উপ-পরিচালক (রপ্তানি) শামসুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আলী প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশে বছরে প্রায় ১১ মিলিয়ন মেট্রিক টন আলু উৎপাদিত হয়।যায় মধ্যে ৪ মেট্রিক টন আলু রপ্তানি যোগ্য।দেশের আভ্যন্তরীন বাজারে আলুর চাহিদা স্থির থাকলেও,আলু উৎপাদন ক্রমশ: বাড়ছে,অপর দিকে রপ্তানি হ্রাস পাচ্ছে।ফলে কৃষকরা উদ্ধৃত্ত আলু নিয়ে বিপাকে পড়ছে।কেননা গত বছর মাত্র ৩৩০০০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
তাই রংপুর অঞ্চলের তিনটি কৃষক সমবায়ের মোট ৬০ জন আলু চাষী।যার মধ্যে ৩০ জন নারী আলু চাষীদের উত্তম চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে আলু উৎপাদনের প্রশিক্ষন।আলুর জাত ,মাটি পরীক্ষা, বীজ সংগ্রহ,আন্ত:পরিচর্যা,ফলনোত্তর প্রশিক্ষন ইত্যাদি সহ সার্বিক সহযোগিতা করেছি।