আফরোজা বেগম,রংপুর
রংপুরের বদরগঞ্জে করোনাভাইরাস মোকাবেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার(১২এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজমা জাহানুরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে- ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত তিনশ’ জন চিহ্নিত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উড়ানো এবং তাদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, শহরে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আটটি চেক পোস্ট স্থাপন, সোমবার সকাল ৬টা থেকে অভ্যন্তরিণ সকল যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধকরণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধকরণ এবং পাঁচ কর্মকর্তার সমন্বয়ে পর্যবেক্ষণ টীম গঠণ।##