ইমাম হোসেন হিমেল স্টাফ রিপোর্টার।
কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ানে করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম মাস্টার।
করোনাভাইরাস দুর্যোগে কলাপাড়া উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।
শনিবার ১৬ মে ডালবুগঞ্জের বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারে মাঝে তৈল, বুট,চিরা,সেমাই,চিনি,গুরো দুধ টাংগ সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি আরো জানান, ডালবুগঞ্জ বাজার পেয়ার পুর ফুলবুনিয়া,৬ টি ওয়ার্ড সহ আশেপাশে পাড়া প্রতিবেশীর মাঝে ৯০ প্যাকেট খাবার বিতরণ করেন, তিনি জানান আরো খাদ্য সামগ্রী দেয়া দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- রইস উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক অধিনায়ক র্যাব ৮ পটুয়াখালী ও বরগুনা জেলা।
মোঃ ফোরকান আকন যুগ্ম সাধারণ সম্পাদক ডালবুগঞ্জ ইউনিয়ন।