মোঃ কামরুল ইসলাম (মিফতা)
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে দেখে বুঝার উপায় নেই, এখানে সরকারের কোনো বিধি-নিষেধ রয়েছে। এ যেন বিগত বছরের ঈদের বাজারের বেচা-কেনার কোনো চিত্র। এ ভাবেই ক্রেতাদের ভীড় বাড়ছে পোষাকের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানগুলোতে।
এই কারণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই চোঁখে পড়েনি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। এই মহামারী করোনাভাইরাসের আতঙ্কের কোন চিহ্নও দেখা যাচ্ছে না মার্কেটগুলোতে। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। কাপড়ের দোকান, চায়ের দোকান ও রাস্তাঘাটে প্রচুর মানুষ ভিড় করছে। করোনার ভয়কে উপেক্ষা শারীরিক দূরত্ব বজায় না রেখে মার্কেটগুলোতে চলছে বেচাকেনা। কোনো প্রকার শারীরিক দূরত্ব মেনে না চলায় করোনার সংক্রমণ বাড়তে পারে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল। ১৫ মে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব না মানায় জেলা প্রসাশন থেকে মার্কেট ও বিপনীবিতান পূনরায় বন্ধ ঘোষনার গনবিজ্ঞপ্তি জারি করার পরও গতকাল ১৭-ই মে রোববার কুড়ুলগাছি বাজারের ছোট-বড় বিপণিবিতানগুলোতে এমন চিত্র দেখা গেছে।