আফজাল হোসেন চাঁদ,বিশেষ প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলা খাদ্য গুদামে এল এস ডি কতৃক আয়োজিত ২০২০ মৌসুমের অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এসময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরাত্ব বজায় রেখে এবং আমার এলাকার কোন অসহায় মানুষ যেন কোন অফিসারের ব্যবহারে সন্তুষ্ট থাকে সেই দিকে লক্ষ্য দিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাশ, উপজেলা খাদ্য গুদাম (এল এস ডি) অফিসার প্রবোধ কুমার পাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ছাত্রলীগ নেতা নাহিদ ইসলাম, সৈকত, জহির, সজীব, রাহুল সহ আরো অনেকে।