মীর জুবায়ের আলম,চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না পেয়ে প্রতিবাদ করলে একটি মহলের ইন্দনে সাংবাদিক ওয়াহেদ আলী ভাইয়ের উপর একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী কোর্টে হাজির হয়ে জামিন চাইলে কোর্ট জামিন না মন্জুর করে কারাগারে পাঠানো হয়।দীর্ঘদিন কারা ভোগের পর নিয়ম তান্ত্রিক ভাবে আজ জামিনে মুক্ত হলেন,সাংবাদিক ওয়াহেদ আলী ভাই।তিনি হাসপাতালের অনিয়মের বিরোদ্ধে কথা বলে চুনারুঘাটের ৪ লক্ষ লোকের কন্ঠস্বর হিসাবে কাজ করেছেন বলে অনেকেই মন্তব্য করেছেন।কারন পাহাড়/জঙ্গল /চা বাগান অধ্যুষিত সুবিধা বন্ঞ্চিত চুনারুঘাটের বৃহৎ একটি অংশ চা শ্রমিকগন/ ও উপজাতি রযেছেন। যারা চুনারুঘাট হাসপাতালের চিকিৎসার উপর নির্ভরশীল।কিন্তু ৪লক্ষ লোকের চিকিৎসাস্হল চুনারুঘাট হাসপাতালের জরুরী বিভাগে বহু সময় চিকিৎসক পাওয়া যায় না তা শুধু ভুক্তভোগীরাই বেশী অনুধাবন করেন।মামলার প্রধান আইনজীবি হিসেবে ছিলেন চুনারুঘাট সাংবাদিক সমিতির সিনিয়র সদস্য এডভোকেট সিরাজ আলী মীর।আপোষে নয় নিয়ম তান্ত্রিক ভাবেই জামিন হলো সাংবাদিক ওয়াহেদ আলী ভাইয়ের এমনটিই জানালেন মামলার প্রধান আইনজীবি।