এস এম আব্দুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার গোগা থেকে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা সহ
মহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) বিকেলে শার্শা উপজেলার গোগা বিল পাড়া থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক মহিদুল শার্শা থানার মহিষা গ্রামের লাল চাঁদ
মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে,
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে গোগা বিল পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা সহ মহিদুলকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।