মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
১৭মে ২০২০ই
আগ্রাবাদ মা-ও-শিশু হাসপাতাল (CMOSHMC) এর একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ICU তে ভর্তি আছেন। অবস্থা অনেক খারাপ হওয়ায় উনাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলের আইসিউ তে পাঠানোর জন্যে এয়ার এম্বুলেন্স যখন আগ্রাবাদ, বহুতলা কলোনির মাঠে উপস্থিত হয়, তখন সেখানের এলাকাবাসীরা উনাকে এই হেলিকপ্টারে উঠতে দেয়নি। কারন তাদের মতে এতে নাকি সেই এলাকাবাসীদেরও করোনা হবে। এই হেলিকপ্টার নাকি করোনা আক্রান্ত, উনাকে হাসপাতাল থেকে রাস্তা দিয়ে বহন করে হেলিকপ্টার পর্যন্ত আনতে নাকি সারা এলাকা করোনা আক্রান্ত হয়ে যাবে।
অথচ এই এলাকার মানুষ গুলাকেই তারা তাদের হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে। আর আজকে সেই এলাকাবাসী তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিচ্ছে।
আমরা নিজেরাই এক একটা ভাইরাস, যারা সংক্রমিত করছি মানবতাকে