শাহিন হাওলাদার,বরিশাল প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা ফেইসবুকে থেকে
প্রিয় বাকেরগঞ্জবাসী
সামনে পবিত্র ঈদ উল ফিতর, আসুন সবাই যার যার সামর্থ অনুযায়ী অন্যকে সাহায্য করি।ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিই।
অনেকের আপনজন দূরে রয়েছে বিশেষ করে ঢাকা ও তার আশেপাশের এলাকায়।এবার আপনজনকে দূর থেকে ঈদের শুভেচ্ছা জানাই ও দোয়া করি।তাদের এলাকায় আসতে নিরুৎসাহিত করি।তাদের জানাতে হবে আসলেও ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে।তাই হোমকোয়ারেন্টাইনে ঈদ না করে বাকেরগঞ্জ উপজেলার কল্যাণে এবার দূরে বসেই ঈদ পালন করতে উৎসাহিত করি।
যারা ঢাকা,নারায়ণগঞ্জ ও অন্য এলাকা থেকে ইতোমধ্যে আগত তাদের রোগের কোন লক্ষন দেখা দিলে না লুকিয়ে আমাদের প্রশাসন, স্বাস্থ্য বিভাগকে জানান। আমরা আপনাদের পাশে আছি।
ধেয়ে আসছে সাইক্নোন আম্ফান।সর্তক থাকি।প্রয়োজনীয় জিনিস শুকনো খাবার, মোম,বিশুদ্ধ পানি,মেডিসিন হাতের কাছে রাখি।আশ্রয় কেন্দ্রে যাবার নির্দেশনা আসলে দ্রুত সুরক্ষা সামগ্রীসহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেই।
সকলের সহযোগিতা একান্ত কাম্য
সকলকে আগাম ঈদ মোবারক।