আল আমিন,চট্টগ্রাম প্রতিনিধিঃ মীরসরাইয়ে ৬ নং ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝুলনপুল ও আবুরহাট বাজারে রমরমা কাপড় ব্যবসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা শপিং মল গুলো। অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে ক্রেতার ভিড়। পুরুষদের তুলনায় নারীরা ভিড় করছেন বেশি। এ পরিস্হিতির মধ্যে ও স্হানীয় নামিদামি দোকান গুলোতে নেই কোন জীবানুনাশক স্প্রে, গ্লাপস। বিক্রেতাদের নেই মাস্ক। করোনার এ ভয়াভহ পরিস্হিতিতে থেমে নেই মৃত্যুর সংখ্যা আর আক্রান্তের হার।
বিন্দু পরিমাণ ও মানছেনা স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্ব।
১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, আমি আমার আবুরহাট বাজার নিয়ে লকডাউনেও সকল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ করেছি কিন্তু কেউ তা মানেনি। করোনার সতর্কতা কারো নেই সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত। আমাদের আবুুরহাট বাজারের অবস্হা খুবই খারাপ নেই কোন সক্রিয় বাজার পরিচালনা কমিটি। এছাড়াও একটা নাইট গার্ড ও পর্যন্ত নেই। এ ছাড়াও ঝুলনপুল বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাকতার মনসুর বলেন, আমি সকল কাপড় ব্যবসায়ীদেরকে অনুরোধ ককরে বলাবলার পরপর ও আমার কথা কেউ শুনছেনা। সামাজিক দূরত্ব কি সেটাও বুঝতে চায়না কোন দোকানদার। সে ক্ষেত্রে করোনা ঝুঁকি অবশ্যই রয়েছে। এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নিলে আমি খুশি হব।