এম এম রহমান,মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ৪৮ ঘন্টার ব্যবধানে নতুন করে ২০ জনসহ মোট করোনায় আক্রান্ত ৪১৯ জন। সোমবার বিকেলে ১৭ এবং ১৮ তারিখের পেন্ডিং থাকা ১৪৩ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ( নিপসম) । এতে নতুন করে ২০ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। গতকাল রবিবার জেলা প্রশাসকসহ ৩৫ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১৯ জনে।
আজ বিকেলের প্রাপ্ত ফলাফলে মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৮ জন এবং গজারিয়ায় উপজেলায় ২ জনের ফলোআপ রেজাল্টে পূনরায় করোনা পজেটিভ আসে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৪জন। চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৫৬ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। #