আফরোজা বেগম,রংপুর
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে ওই ছয়জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেনে।
বাড়ি ফেরাদের মধ্যে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কমর্রত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা বেগম (৪৫) এবং শাহীনা পারভীন (৪০), রংপুর কার“পণ্য লিমিটেডের জিএম সৈয়দ অনোয়ার হাবিব (৪৩) এবং নগরীর রাধাবলভ এলাকার শমসের আলী (৫৫) ও সিটি করপোরেশন এলাকার কুদরত ই খোদা (৪২) রয়েছেন।
তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ মে নাজমুন নাহার, এর পরের দিন শমসের আলী, সৈয়দ অনোয়ার হাবিব ও রেজওয়ানা এবং ৯ মে শাহীনা পারভীন ও কুদরত ই খোদা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এই ছয়জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাঢ়পত্র দেওয়া হয়।
এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরা ওই ছয়জনকে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান। ##