রিপন মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ করোনা ভাইরাস (কভিট-১৯) বিপর্যয়ের কারনে নারায়াণগঞ্জের রূপগঞ্জে ঈদের কেনাকাটা না করে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন। সোমবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ বাহারের ব্যাক্তিগত অর্থায়নে ৫০টি দুস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ বাহার বলেন, করোনা বিপর্যয়ের কারনে দুস্থ্য ও দরিদ্র মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে। তাই এবারের ঈদে আমার পরিবারের জন্য কেনাকাটা না করে ঐ টাকা দিয়ে দরিদ্র পরিবার গুলোর জন্য সাধ্য অনুযায়ী ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছি। এই মহামারী দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাড়াতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার কথা ও বলেন তিনি।
ঈদ সামগ্রীর মধ্যে পোলার চাউল, আলু, পেয়াজ, সেমাই, গুড়ো দুধ, চিনি, ১টি করে মোড়গ ও নগদ টাকা ছিল।