রিপন মিয়া,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগ নেতা আব্দুল আলীম সরকারের নিজস্বস অর্থায়নে নিজের শ্রম ও শ্রমিকদের মাধ্যমে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। শুধু তাই নয়, শ্রমিকদের নগদ অর্থ সহায়তাসহ ঈদ উপহার প্রদান করেছেন তিনি।
রূপগঞ্জ সদর গ্রামের দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেলেও শ্রমিক না পাওয়ায় ক্ষতিগ্রস্থের হচ্ছিলেন তিনি
। রূপগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন শ্রমিক সংকট তৈরী হয়। এমন অবস্থায় দরিদ্র কৃষক নাজিমদ্দিন ওই নেতার কাছে সহযোগীতা চাইলে সোমবার ও
মঙ্গলবার দিন ব্যাপি রূপগঞ্জ সদর ইউনিয়নের দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের আড়াই বিঘা জমির ধান কেটে দেন জেলা স্বেচ্চাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীম সরকার। এ সময় আব্দুল আলীম সরকার বলেন, দুঃসময়ে দরিদ্রদের পাশে থাকা সৌভাগ্যের বিষয়। আমি করোনা পরিস্থিতিতে স্থানীয় রাস্তা ঘাট জীবানুমুক্তকরণ, দরিদ্রদের ত্রাণ সহায়তা নিয়ে সাধ্যমতো সেবা করেছি। আজ ধানকাটায় অংশ নিয়েছি,শ্রমিক সহায়তা দিয়েছি।এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। রূপগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান রমজান আলী মন্ডল বলেন, সকল বিত্তবানদের সাধ্যমতো দরিদ্রদের পাশে থাকলে সবাই মিলে কঠিন সময় পার করতে পারবো। তাই সকলের অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান রমজান আলী মন্ডল, দলিল লিখক মোঘল ভেন্ডার প্রমূখ।