নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪ লাখ ৪৫ হাজার টাকা পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ৩৭টি কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের অর্থ মাদ্রাসার প্রধানদের হাতে তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
চেকের মাধ্যমে এই অর্থ তুলে দেয়া হয় মাদ্রাসার প্রধানদের হাতে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।-কপোত নবী।