আফরোজা বেগম, রংপুর
রংপুর নগরীর মুলাটোল (হকের গলি) এলাকায় নিজ বাড়ি থেকে ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিনু বেগম (৬৫) নামের একজন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকায় নিজ বাড়ি থেকে মিনু বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনু বেগম জেলা প্রশাসকের কার্যালযয়ে অডিট অফিসার হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে জানা গেছে , নিহত মিনু বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার একমাত্র মেয়ে বিয়ে হয়ে সেও স্বামীর বাড়িতে চলে গেছেন। সে কারণে মিনু বেগম বাড়িতে দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন।
প্রতিদিনের মত গৃহপরিচারিকা মঙ্গলবার সকালে বাড়িতে আসে কাজ করতে। এসে দেখে দরজা খোলা অবস্থায় আছে, ভেতরে বিছানার উপরে মিনু বেগমের মরদেহ পড়ে আছে। এটা দেখে ওই গৃহ পরিচারিকা চিৎকার করলে প্রতিবেশীরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিনু’র মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে থানায় নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন, ধারণা করা যাচ্ছে সোমবার দিন গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে গেছে। প্রাথমিক ভাবে হত্যার কারণ জানা যায়নি তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে এবং তদন্ত করে জানা যাবে মৃত্যুর আসল রহস্য।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার বলেন, এ ঘটনায় ওই বাড়ির গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।