বাকেরগঞ্জে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্য
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশাল,বাকেরগঞ্জ উপজেলার, কবাই ইউনিয়নের চুনাখালী গ্রামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ১৯ মে আনুমানিক বেলা ১১ চুনাখালী গ্রামে স্কুল ছাত্রীর বাসায় তার নিজ শোবার ঘরে বিষপান করে আত্মহত্যার করে ।
আত্মহত্যাকারী স্কুল ছাত্রী তৃষা (১৫) চুনাখালী গ্রামের মোসলেম আলী খানের মেয়ে ও স্হানীয় কেসিকে আজাহার আলী মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনী বিজ্ঞান বিভাগের ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্হলে উপস্থিত হয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
স্হানীয় বাসিন্দারা জানান প্রেমে ব্যর্থ হয়ে ঐ স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে তবে কার সাথে প্রেমের সম্পর্ক ছিল জানা জায়নি।